তখন যেমন ছিলো দিন
ছিলো পদা, ছিলো বিপিন,
ছিলো দিব্যেন্দু আর মানস,
কাজের ঠেলায় রোজ ওঠবোস !
কখন বীরগঞ্জ কখনো যোগবানী,
নাহলে ক্লিয়ারেন্স ধনেশের বকুনি !
ব্যানার্জী বাবু আর অনিল ভাই,
বলে বার বার 'নেপালগঞ্জ যাই'!
বোস সাহেবের ব্রিফকেস হাতে,
ব্যানার্জী চলেন তাঁকে প্লেন ধরাতে,
আর রুটির স্টক হলেই শেষ,
সত্য-স্বপন ফিরতো দেশ ।
কাজ কারবার মাথায় তুলে,
আসতো ফিরে বৌয়ের কোলে !
আর এক মনু সাহা ছিলো,
খেতে বড়োই বাসতো
ভালো,
চিংড়ি ইলিশ, মন্ডা মিঠাই,
শুনেই বোলতো "সব কিছু চাই'' !
সুদীপ বক্সী গুরু গম্ভীর,
কাজের জ্বালায় সদা অস্থির।
১৩ লক্ষ টাকার লাগিয়ে চুনা,
ভাব করতো যেন কিছুই জানেনা !
জসমিনা মাইতি দারুণ তুখোড়,
ভাস্কর বাসুর কাড়লো নজর।
নিয়েও ছুটি লম্বা সময়,
প্রমোশন ঠিক পেয়েই যায়।
চামচা টাইপ সমাদ্দার দাদা,
পায়ে ধরতেও নেই যে বাধা,
কাজটা তার হলে উদ্ধার,
যাবেনা সে ওই পথে যে আর !!
এইসব নিয়েই বেশ ছিলাম,
কেন মরতে হোমসেলসে এলাম !!
ছিলো পদা, ছিলো বিপিন,
ছিলো দিব্যেন্দু আর মানস,
কাজের ঠেলায় রোজ ওঠবোস !
কখন বীরগঞ্জ কখনো যোগবানী,
নাহলে ক্লিয়ারেন্স ধনেশের বকুনি !
ব্যানার্জী বাবু আর অনিল ভাই,
বলে বার বার 'নেপালগঞ্জ যাই'!
বোস সাহেবের ব্রিফকেস হাতে,
ব্যানার্জী চলেন তাঁকে প্লেন ধরাতে,
আর রুটির স্টক হলেই শেষ,
সত্য-স্বপন ফিরতো দেশ ।
কাজ কারবার মাথায় তুলে,
আসতো ফিরে বৌয়ের কোলে !
আর এক মনু সাহা ছিলো,
খেতে বড়োই বাসতো
ভালো,
চিংড়ি ইলিশ, মন্ডা মিঠাই,
শুনেই বোলতো "সব কিছু চাই'' !
সুদীপ বক্সী গুরু গম্ভীর,
কাজের জ্বালায় সদা অস্থির।
১৩ লক্ষ টাকার লাগিয়ে চুনা,
ভাব করতো যেন কিছুই জানেনা !
জসমিনা মাইতি দারুণ তুখোড়,
ভাস্কর বাসুর কাড়লো নজর।
নিয়েও ছুটি লম্বা সময়,
প্রমোশন ঠিক পেয়েই যায়।
চামচা টাইপ সমাদ্দার দাদা,
পায়ে ধরতেও নেই যে বাধা,
কাজটা তার হলে উদ্ধার,
যাবেনা সে ওই পথে যে আর !!
এইসব নিয়েই বেশ ছিলাম,
কেন মরতে হোমসেলসে এলাম !!
No comments:
Post a Comment