*সোনাঝরা দিন*
মাগুর, রুই আর তাজা কাতলা,
*নীলা* র বাড়ী তখন ছিল মাখলা।
*তাপস* তখন ছিল লাইব্রেরীয়ান,
ভীষণ ডিমান্ড তার গাইতো মান্নার গান।
সঙ্গীতা, রীতা, মিতা ও পাপিয়া,
*সুমন্তের* প্রেমে তারা গিয়েছিল মজিয়া।
না ছিল রাত নাই দুপুর,
*জয়ন্ত* সেতারে তুলতো যে সুর।
এর তার থেকে বিড়ি যোগাড় করে,
*ভাস্কর* দিত খিল গিয়ে তার ঘরে।
শান্ত শিষ্ট *ভতা* রসিক অতিশয়,
Cartier সিগারেট নিয়ে যেত পায়খানায়।
সিঁথির *গৌতমের* ছিল টাকার খনি,
বাবার ব্যবসা আর করুণা প্রকাশনী।
*সাদা* ছিলো ভাল ছেলে সদা নির্বিকার,
বন্ধু তার বন্ডেল ধুয়া আর রবিশঙ্কর।
খুব সিরিয়াস ছেলে Mech এর *বিশা*,
শক্ত শক্ত অঙ্কের সমাধান করা তার নেশা।
কোথায় গেল সেইসব দিন সোনা দিয়ে মোড়া,
জীবন কিন্তু চলতে থাকে নিয়ে ভাঙা গড়া।
-----------
মাগুর, রুই আর তাজা কাতলা,
*নীলা* র বাড়ী তখন ছিল মাখলা।
*তাপস* তখন ছিল লাইব্রেরীয়ান,
ভীষণ ডিমান্ড তার গাইতো মান্নার গান।
সঙ্গীতা, রীতা, মিতা ও পাপিয়া,
*সুমন্তের* প্রেমে তারা গিয়েছিল মজিয়া।
না ছিল রাত নাই দুপুর,
*জয়ন্ত* সেতারে তুলতো যে সুর।
এর তার থেকে বিড়ি যোগাড় করে,
*ভাস্কর* দিত খিল গিয়ে তার ঘরে।
শান্ত শিষ্ট *ভতা* রসিক অতিশয়,
Cartier সিগারেট নিয়ে যেত পায়খানায়।
সিঁথির *গৌতমের* ছিল টাকার খনি,
বাবার ব্যবসা আর করুণা প্রকাশনী।
*সাদা* ছিলো ভাল ছেলে সদা নির্বিকার,
বন্ধু তার বন্ডেল ধুয়া আর রবিশঙ্কর।
খুব সিরিয়াস ছেলে Mech এর *বিশা*,
শক্ত শক্ত অঙ্কের সমাধান করা তার নেশা।
কোথায় গেল সেইসব দিন সোনা দিয়ে মোড়া,
জীবন কিন্তু চলতে থাকে নিয়ে ভাঙা গড়া।
-----------
No comments:
Post a Comment