Saturday, 30 March 2019

বিপিন-পদার সেই দিনগুলি

তখন যেমন ছিলো দিন
ছিলো পদা, ছিলো বিপিন,
ছিলো দিব্যেন্দু আর মানস,
কাজের ঠেলায় রোজ ওঠবোস !
কখন বীরগঞ্জ কখনো যোগবানী,
নাহলে ক্লিয়ারেন্স ধনেশের বকুনি !
ব্যানার্জী বাবু আর অনিল ভাই,
বলে বার বার 'নেপালগঞ্জ যাই'!
 বোস সাহেবের ব্রিফকেস হাতে,
ব্যানার্জী চলেন তাঁকে প্লেন ধরাতে,
আর রুটির স্টক হলেই শেষ,
সত্য-স্বপন ফিরতো দেশ ।
কাজ কারবার মাথায় তুলে,
আসতো ফিরে বৌয়ের কোলে !
আর এক মনু সাহা ছিলো,
খেতে বড়োই বাসতো
ভালো,
চিংড়ি ইলিশ, মন্ডা মিঠাই,
শুনেই বোলতো "সব কিছু চাই'' !
সুদীপ বক্সী গুরু গম্ভীর,
কাজের জ্বালায় সদা অস্থির।
১৩ লক্ষ টাকার লাগিয়ে চুনা,
ভাব করতো যেন কিছুই জানেনা !
জসমিনা মাইতি দারুণ তুখোড়,
ভাস্কর বাসুর কাড়লো নজর।
নিয়েও ছুটি লম্বা সময়,
প্রমোশন ঠিক পেয়েই যায়।
চামচা টাইপ সমাদ্দার দাদা,
পায়ে ধরতেও নেই যে বাধা,
কাজটা তার হলে উদ্ধার,
যাবেনা সে ওই পথে যে আর !!
এইসব নিয়েই বেশ ছিলাম,
কেন মরতে হোমসেলসে এলাম !!

Tuesday, 19 March 2019

সোনাঝরা দিন

*সোনাঝরা দিন*

মাগুর, রুই আর তাজা কাতলা,
*নীলা* র বাড়ী তখন ছিল মাখলা।

*তাপস* তখন ছিল লাইব্রেরীয়ান,
ভীষণ ডিমান্ড তার গাইতো মান্নার গান।

সঙ্গীতা, রীতা, মিতা ও পাপিয়া,
*সুমন্তের* প্রেমে তারা গিয়েছিল মজিয়া।

না ছিল রাত নাই দুপুর,
*জয়ন্ত* সেতারে তুলতো যে সুর।

এর তার থেকে বিড়ি যোগাড় করে,
*ভাস্কর* দিত খিল গিয়ে তার ঘরে।

শান্ত শিষ্ট *ভতা* রসিক অতিশয়,
Cartier সিগারেট নিয়ে যেত পায়খানায়।

সিঁথির *গৌতমের* ছিল টাকার খনি,
বাবার ব্যবসা আর করুণা প্রকাশনী।

*সাদা* ছিলো ভাল ছেলে সদা নির্বিকার,
বন্ধু তার বন্ডেল ধুয়া আর রবিশঙ্কর।

খুব সিরিয়াস ছেলে Mech এর *বিশা*,
শক্ত শক্ত অঙ্কের সমাধান করা তার নেশা।

কোথায় গেল সেইসব দিন সোনা দিয়ে মোড়া,
জীবন কিন্তু চলতে থাকে নিয়ে ভাঙা গড়া।
-----------

Saturday, 16 March 2019

গুরুদক্ষিণা

*গুরুদক্ষিণা*

করে দে শালার থোবড়া বিলা,
বোকারো থেকে বললো *নীলা*।

বৃষ্টি এবার হল শুরু,
ভূতের গল্প বলবে *গুরু*।

নোট করকর সোনালী জল,
গাইবে গান শেখ *ফজল*।

আলুকাবলী খেয়ে কাবু,
সুন্দর দেখতে *ধনবাবু*!

খোলা দরজা সামনে পাপোস,
মান্না'র গান গাইছে *তাপস*।

ঝাল চাটনী আলুর দম
খেয়ে হেঁচকি তোলে *গৌতম*!

কি দেখছেন বুড়ো দাদা,
বাইক নিয়ে যায় যে *সাদা*।

লাউ কুমড়ো পেঁপে শশা,
ভালোবাসে গ্লোবট্রটার *বিশা*।

হাঁটুর ভিতরে কত কবিতা,
জমিয়ে এদ্দিন রেখেছিল *ভতা*!

-----////-----

আমরা ক'জন (গ্রুপ)

*আমরা ক'জন* বলে আমাদের এই কয়জনের একটা ছোট WA গ্রুপ আছে।
তাদের উদ্দেশ্যে।
------
ভরা বসন্তে ভ্রমরের মৃদু গুঞ্জন,
বোকারো'তে বসে তাই শোনে নীলাঞ্জন।
'যমালয়ে মানুষ কি দেখেছো জীবন্ত',
শুধায় ভাইজাগ বাসী (হাওড়ার) সুমন্ত।
সঙ্গে আছেন দিদি, নাই কোনো আফসোস,
মান্নাদার গান ঠিক গেয়ে যায় তাপস।
বেশীটাই ফরেনে আর ভারতে কদাচিৎ,
রেলেতেও পাস ফ্রি, নাম বিশ্বজিৎ।
আম্বানী পরিবারে কোরে কঠোর পরিশ্রম,
শেষমেশ ঘরে ফিরে আসে গৌতম।
চিরযুবক কালোচুল বোঝে নাকো স্বার্থ,
টাটাদের তার-কলে লড়ে যায় পার্থ।
অনুস্বর আগে, না পরেতে হসন্ত,
নিউ টাউনেই থাকে ডাক্তার জয়ন্ত !
শেখের গদিতে বসে গোনে নোট নিরন্তর,
নয় মাসে একবার সাড়া দেন ভাস্কর।
কড়া খুন্তি শানকি আর একটা বড় হাতা,
বন্ধুদের সব এক সূত্রে বেঁধে রেখেছে 'ভতা'।
--------Inspired---------