Thursday, 6 September 2018

বুম্বা ফিরে এল

ঢাকাই পরটা আর পদ্মার ইলিশ, 
খেয়ে দেয়ে বেশ তো ছিলিস, 
কেন মরতে আসলি ফিরে, 
যমের এই দক্ষিণ দোরে !
রাজনীতি নাটক সঙ্গী ছিলো, 
কাটতো ভালই তোর দিনগুলো, 
কিন্তু এই চাপের সংসার, 
ফিরতে হল কলকাতা আবার। 
তসলিমা,শামীম সবাই ছিলো, 
ভাল মন্দ কত কি বললো, 
কিন্তু বুম্বা, ভবি ভোলার নয়,
পরিবার ছেড়ে আর থাকা নয়। 
গেলো বাবু পশ্চিমবঙ্গ ছেড়ে, 
ফিরে এলো *বাংলা* -য় উড়ে। 
তুই ই ভরসা সবাই ক'য় 
মার্ক্স লেনিন সব অসহায়, 
রাজ্যপাট তো কবেই গেছে, 
কংকালটা  আজও পড়ে আছে, 
তোর কাঁধেই চড়ে একদিন, 
আসবে ফিরে দেশের সুদিন।।।

No comments:

Post a Comment