Thursday, 6 September 2018

আনন্দ জেলা হুগলি

হুগলী জেলার ছেলে আমি গুগলী খেয়ে বাঁচি, 
চুকলী করা পছন্দ নয়, খেলছি কানামাছি। 
টুকলি করে পাস করেছে, ওই ওপাড়ার হাবলি, 
রেলের টিকিট চেক করে আজ, পায়ে জুতো কাবলি !
ঘুলঘুলি তে বাসা বেঁধেছে দুটো ছোট্ট চড়াই, 
বুলবুলিরা করছে কেমন ল্যাজ উঁচিয়ে লড়াই !
বিলকুলি তে চলছে রে ভাই ওই হাডুডু-র খেলা, 
তালপাটালির পসরা নিয়ে যায় এক ফেরিওয়ালা।
আকাশ পানে চেয়ে দেখি মন মাতানো ছবি,
মেঘের ভেলায় রং ধরেছে অস্ত যাচ্ছে রবি !
ডুবলো যখন সূয্যি মামা রং দিয়ে ওই মেঘে, 
ভরলো তখন আকাশটাকে ধূসর অস্তরাগে।।

No comments:

Post a Comment