আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার,
কলকাতার কোনো ব্রিজের কাছে যেও না খবরদার !
সর্বনেশে ব্রিজগুলো ভাই যেও না তাদের ধারে —
হঠাত্ ভেঙে পড়তে পারে, মাথায় কিম্বা ঘাড়ে,
কে যে সারায়, কেউ জানে না, কোন্ সে দপ্তরে
পড়লে ভেঙ্গে জোর ক’রে ভাই গল্প শোনায় প’ড়ে।
বিদ্ঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশী,
শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি।
না আছে তার মুণ্ডু মাথা না আছে তার মানে,
তবুও তোমায় শুনতে হবেই তাকিয়ে তাদের পানে।
কেবল যদি গল্প বলে তাও থাকা যায় সয়ে,
উন্নয়নের সুড়সুড়ি দেয় লম্বা পালক লয়ে III
(এক বন্ধুর থেকে প্রাপ্ত)