Thursday, 6 September 2018

উন্নয়ন

আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার, 
কলকাতার কোনো ব্রিজের কাছে যেও না খবরদার ! 
সর্বনেশে ব্রিজগুলো ভাই যেও না তাদের ধারে — 
হঠাত্ ভেঙে পড়তে পারে, মাথায় কিম্বা ঘাড়ে,
কে যে সারায়, কেউ জানে না, কোন্ সে দপ্তরে
পড়লে ভেঙ্গে  জোর ক’রে ভাই গল্প শোনায় প’ড়ে। 
বিদ্‌ঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশী, 
শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি। 
না আছে তার মুণ্ডু মাথা না আছে তার মানে, 
তবুও তোমায় শুনতে  হবেই তাকিয়ে তাদের পানে। 
কেবল যদি গল্প বলে তাও থাকা যায় সয়ে, 
উন্নয়নের সুড়সুড়ি দেয় লম্বা পালক লয়ে III

(এক বন্ধু থেকে প্রাপ্ত)

বুম্বা ফিরে এল

ঢাকাই পরটা আর পদ্মার ইলিশ, 
খেয়ে দেয়ে বেশ তো ছিলিস, 
কেন মরতে আসলি ফিরে, 
যমের এই দক্ষিণ দোরে !
রাজনীতি নাটক সঙ্গী ছিলো, 
কাটতো ভালই তোর দিনগুলো, 
কিন্তু এই চাপের সংসার, 
ফিরতে হল কলকাতা আবার। 
তসলিমা,শামীম সবাই ছিলো, 
ভাল মন্দ কত কি বললো, 
কিন্তু বুম্বা, ভবি ভোলার নয়,
পরিবার ছেড়ে আর থাকা নয়। 
গেলো বাবু পশ্চিমবঙ্গ ছেড়ে, 
ফিরে এলো *বাংলা* -য় উড়ে। 
তুই ই ভরসা সবাই ক'য় 
মার্ক্স লেনিন সব অসহায়, 
রাজ্যপাট তো কবেই গেছে, 
কংকালটা  আজও পড়ে আছে, 
তোর কাঁধেই চড়ে একদিন, 
আসবে ফিরে দেশের সুদিন।।।

আনন্দ জেলা হুগলি

হুগলী জেলার ছেলে আমি গুগলী খেয়ে বাঁচি, 
চুকলী করা পছন্দ নয়, খেলছি কানামাছি। 
টুকলি করে পাস করেছে, ওই ওপাড়ার হাবলি, 
রেলের টিকিট চেক করে আজ, পায়ে জুতো কাবলি !
ঘুলঘুলি তে বাসা বেঁধেছে দুটো ছোট্ট চড়াই, 
বুলবুলিরা করছে কেমন ল্যাজ উঁচিয়ে লড়াই !
বিলকুলি তে চলছে রে ভাই ওই হাডুডু-র খেলা, 
তালপাটালির পসরা নিয়ে যায় এক ফেরিওয়ালা।
আকাশ পানে চেয়ে দেখি মন মাতানো ছবি,
মেঘের ভেলায় রং ধরেছে অস্ত যাচ্ছে রবি !
ডুবলো যখন সূয্যি মামা রং দিয়ে ওই মেঘে, 
ভরলো তখন আকাশটাকে ধূসর অস্তরাগে।।

Love Fantasy

Traffic traffic and traffic, 
It Really looks horrific ! 
But the falling raindrops,
Has made the night majestic. 
Wholeheartedly I pray,
Let the monsoon stay,
And the nights of mystic rain, 
Turn romantic all over again.
It's me, you and and nobody,
Pure love, passion and ecstasy.
Your easy ways of caressing,
Will make things interesting.
Your passionate kisses and hugs,
Will melt the ice between us,
I fly out of myself to be with you,
You are my destiny and I love you...