Thursday, 16 November 2017

একটি প্রশ্ন

রাজ্যে রাজ্যে পাড়ায় পাড়ায়, 
মশার বংশ বৃদ্ধি পায়।
 হোক না রাত কিংবা দিন, 
মশা কামড়ায় বিরামহীন। 
মশার কামড় খেলে 'পরে, 
অনেক রোগই হতে পারে।
প্রতিকার তো সবার জানা, 
কিন্তু লোকের করতে মানা। 
রাজ্য জুড়ে ডেঙ্গির দাপট, 
জ্বর হলেই তাই হাসপাতাল ছোট।
 হাসপাতাল বলে বেড নাই, 
রোগীদের হয় করিডরে ঠাঁই। 
লোক মরছে পাল্লা দিয়ে, 
তিনদিনের জ্বর গায়ে নিয়ে। 
মন্ত্ৰী করেন তিরস্কার,
 ''এতো ডেঙ্গি নয় পরিস্কার। 
অজানা একটা রোগ হয়ে, 
মরছে যে সব হুড়মুড়িয়ে। 
ডাক্তাররা সব কিচ্ছু জানে না, 
ডেঙ্গি নয়, রোগটা নাম না জানা
 আমাদের মশার নেই কো কসুর, 
সব ই বিরোধীদের চক্রান্তের সুর।'' 
পশ্চিমবঙ্গের যত মশা,
 দিল্লী গিয়ে রয়েছে খাসা।' 
তবে কেন এই অজানা জ্বরে, 
শ'য়ে শ'য়ে লোক বেঘোরে মরে ?? 

No comments:

Post a Comment