উন্নয়নের জোয়ার
বামুন বলে অং বং চং ,
কে সাজালো এমন সং ?
ঘড়ির আওয়াজ টিক টক,
শুধুই শুনি বকর বক।
ওই যে ব্যাটা রাম রহিম,
নাম শুনলেই হাড় হিম !
শব্দ ভীষণ দড়াম দ্রুম,
কোথায় গেল কাকার ঘুম ?
স্কুলের ঘন্টা ঢং ঢং,
আকাশের গায়ে রামধনু রং।
স্টীম ইঞ্জিন হুশ হাশ,
উঠছে সবার নাভিশ্বাস !
দলের পান্ডা অপোগন্ড,
কর'ল সভা লন্ডভন্ড।
সবাই খাচ্ছে ঢপের চপ,
তুলসী মালা করছে জপ।
পুজোর পরেই কার্নিভ্যাল,
আলোর মালায় হবে কামাল।
ছ'টের ছুটি দেওয়ার পরে,
জনগন ধন্য ধন্য করে।
মা ফ্লাইওভার টা খুলেই বেশ,
গাড়ি নিয়ে সব করছে রেস।
জয় হো গৌর জয় নিতাই,
পকেট ফাঁকা কিছুই নাই।
ডাল পোস্ত আলু ভাতে,
বোস আসনে দিচ্ছি পাতে,
করিস যদি ফস্টি নস্টি,
করবো তোর গুষ্টির তুষ্টি।
এলো উন্নয়নের জোয়ার বাংলায়,
বসলো বিশ্বকাপের আসর কলকাতায়।
নীল সাদা সব রঙের ছটায়,
কলকাতা হল লন্ডন বোধহয় !!!
No comments:
Post a Comment