Saturday, 30 March 2019

বিপিন-পদার সেই দিনগুলি

তখন যেমন ছিলো দিন
ছিলো পদা, ছিলো বিপিন,
ছিলো দিব্যেন্দু আর মানস,
কাজের ঠেলায় রোজ ওঠবোস !
কখন বীরগঞ্জ কখনো যোগবানী,
নাহলে ক্লিয়ারেন্স ধনেশের বকুনি !
ব্যানার্জী বাবু আর অনিল ভাই,
বলে বার বার 'নেপালগঞ্জ যাই'!
 বোস সাহেবের ব্রিফকেস হাতে,
ব্যানার্জী চলেন তাঁকে প্লেন ধরাতে,
আর রুটির স্টক হলেই শেষ,
সত্য-স্বপন ফিরতো দেশ ।
কাজ কারবার মাথায় তুলে,
আসতো ফিরে বৌয়ের কোলে !
আর এক মনু সাহা ছিলো,
খেতে বড়োই বাসতো
ভালো,
চিংড়ি ইলিশ, মন্ডা মিঠাই,
শুনেই বোলতো "সব কিছু চাই'' !
সুদীপ বক্সী গুরু গম্ভীর,
কাজের জ্বালায় সদা অস্থির।
১৩ লক্ষ টাকার লাগিয়ে চুনা,
ভাব করতো যেন কিছুই জানেনা !
জসমিনা মাইতি দারুণ তুখোড়,
ভাস্কর বাসুর কাড়লো নজর।
নিয়েও ছুটি লম্বা সময়,
প্রমোশন ঠিক পেয়েই যায়।
চামচা টাইপ সমাদ্দার দাদা,
পায়ে ধরতেও নেই যে বাধা,
কাজটা তার হলে উদ্ধার,
যাবেনা সে ওই পথে যে আর !!
এইসব নিয়েই বেশ ছিলাম,
কেন মরতে হোমসেলসে এলাম !!

Tuesday, 19 March 2019

সোনাঝরা দিন

*সোনাঝরা দিন*

মাগুর, রুই আর তাজা কাতলা,
*নীলা* র বাড়ী তখন ছিল মাখলা।

*তাপস* তখন ছিল লাইব্রেরীয়ান,
ভীষণ ডিমান্ড তার গাইতো মান্নার গান।

সঙ্গীতা, রীতা, মিতা ও পাপিয়া,
*সুমন্তের* প্রেমে তারা গিয়েছিল মজিয়া।

না ছিল রাত নাই দুপুর,
*জয়ন্ত* সেতারে তুলতো যে সুর।

এর তার থেকে বিড়ি যোগাড় করে,
*ভাস্কর* দিত খিল গিয়ে তার ঘরে।

শান্ত শিষ্ট *ভতা* রসিক অতিশয়,
Cartier সিগারেট নিয়ে যেত পায়খানায়।

সিঁথির *গৌতমের* ছিল টাকার খনি,
বাবার ব্যবসা আর করুণা প্রকাশনী।

*সাদা* ছিলো ভাল ছেলে সদা নির্বিকার,
বন্ধু তার বন্ডেল ধুয়া আর রবিশঙ্কর।

খুব সিরিয়াস ছেলে Mech এর *বিশা*,
শক্ত শক্ত অঙ্কের সমাধান করা তার নেশা।

কোথায় গেল সেইসব দিন সোনা দিয়ে মোড়া,
জীবন কিন্তু চলতে থাকে নিয়ে ভাঙা গড়া।
-----------

Saturday, 16 March 2019

গুরুদক্ষিণা

*গুরুদক্ষিণা*

করে দে শালার থোবড়া বিলা,
বোকারো থেকে বললো *নীলা*।

বৃষ্টি এবার হল শুরু,
ভূতের গল্প বলবে *গুরু*।

নোট করকর সোনালী জল,
গাইবে গান শেখ *ফজল*।

আলুকাবলী খেয়ে কাবু,
সুন্দর দেখতে *ধনবাবু*!

খোলা দরজা সামনে পাপোস,
মান্না'র গান গাইছে *তাপস*।

ঝাল চাটনী আলুর দম
খেয়ে হেঁচকি তোলে *গৌতম*!

কি দেখছেন বুড়ো দাদা,
বাইক নিয়ে যায় যে *সাদা*।

লাউ কুমড়ো পেঁপে শশা,
ভালোবাসে গ্লোবট্রটার *বিশা*।

হাঁটুর ভিতরে কত কবিতা,
জমিয়ে এদ্দিন রেখেছিল *ভতা*!

-----////-----

আমরা ক'জন (গ্রুপ)

*আমরা ক'জন* বলে আমাদের এই কয়জনের একটা ছোট WA গ্রুপ আছে।
তাদের উদ্দেশ্যে।
------
ভরা বসন্তে ভ্রমরের মৃদু গুঞ্জন,
বোকারো'তে বসে তাই শোনে নীলাঞ্জন।
'যমালয়ে মানুষ কি দেখেছো জীবন্ত',
শুধায় ভাইজাগ বাসী (হাওড়ার) সুমন্ত।
সঙ্গে আছেন দিদি, নাই কোনো আফসোস,
মান্নাদার গান ঠিক গেয়ে যায় তাপস।
বেশীটাই ফরেনে আর ভারতে কদাচিৎ,
রেলেতেও পাস ফ্রি, নাম বিশ্বজিৎ।
আম্বানী পরিবারে কোরে কঠোর পরিশ্রম,
শেষমেশ ঘরে ফিরে আসে গৌতম।
চিরযুবক কালোচুল বোঝে নাকো স্বার্থ,
টাটাদের তার-কলে লড়ে যায় পার্থ।
অনুস্বর আগে, না পরেতে হসন্ত,
নিউ টাউনেই থাকে ডাক্তার জয়ন্ত !
শেখের গদিতে বসে গোনে নোট নিরন্তর,
নয় মাসে একবার সাড়া দেন ভাস্কর।
কড়া খুন্তি শানকি আর একটা বড় হাতা,
বন্ধুদের সব এক সূত্রে বেঁধে রেখেছে 'ভতা'।
--------Inspired---------

Thursday, 20 December 2018

Holmes & his team




1.  Sherlock Holmes : Aggressive, vindictive, arrogant but lacks sense of purpose & direction. Very much whimsical. Does not share information, silent type.
2. Kiriti Roy : Slippery, cunning, deceptive and knows only how to postpone & delay things without being questioned. But from his facial expression it appears that he does not even have the knowledge of which side of a fried fish is to be turned up and eaten !
3. Byomkesh Bakshi : Knows very well about the ways & means to arrange numerous visits to one particular location of his choice. Lacks clarity and expertise and does not contribute to anything constructive. A great shirker of duties when it comes to deliver & therefore cannot be relied upon for any time-bound job.
4. Hercule Poirot : Behaves initially like a fish out of water, but once allowed to settle and groomed, he is like Sunil Gavaskar !! He can be dead-sharp, willing to walk that extra mile and has amazing strength of character.
5. Prodosh K Mitter : Popularly known as FELU-DA… he is the ‘Mr. Dependable’ and very good at cracking mysteries ! He is the most loyal servant of His Grace (!) and is willing to share maximum responsibility without expecting any big reward. He keeps in contact with even the worst enemy (of the Govt.) and always wear a smiling face which makes the job of information collection easier.  His close co-ordination with the supreme authorities notwithstanding, the equation between him and Sherlock is absolutely cool. He has a very frugal way of living and virtually manages his family affairs through remote control.
6. Ms. Jane Marple : Basically an innocent & not-so-matured character but is gradually turning out to be a lethal weapon in the shining armor of Sherlock ! Maintains old history of criminals and their files very meticulously & methodically. Sometimes she has to enact the role of ‘Topshe’ as well which she does with maximum perfection. Very dependable for any job which calls for creativity.
7.  John H Watson : A good investor & a rich man who spends maximum time at the library as he does not have his wife waiting at home for settling old disputes ! An excellent team member and provides rock-solid support to Sherlock. Maintains absolute confidentiality which has made him indispensible for the Govt. He is otherwise a noble and friendly soul who loves to play cards and listen to pop music.
8. Ajit Bandyopadhyay: Practically has all the idle time in the world at his disposal as Byomkesh has recently become very secretive about his covert operations. He therefore, feels abandoned as Byomkesh never divulges any details about his Solo sorties !! Writing novels also has taken a backseat because of abundance of Kindle & other E-book readers flooding the market. He keeps on cursing the entire world particularly Byomkesh for his misfortune & lonely life and considered ‘Good for nothing’ & neglected by people at large.
9.  Puntiram :  Faithful like his predecessor Patiram (who was a gossip monger and a virtual chatterbox) but not as half-agile ! Does his duty but never moves an extra inch beyond his allocated duty in the kitchen and housekeeping. Observes people closely but reserves his opinion about others. Very particular about matters of money and never talks anything loose even to his close circle outside the house.
         (All the characters are imaginary and any resemblance with anybody living or, dead is merely coincidental)       :     Conceived and delivered by Khuchro (bakwasofkhuchro.blogspot.com/)


                                                 
   ---------------------------------


Wednesday, 28 November 2018

Living for today

Who has seen tomorrow, neither I nor you...
That's why you live today, before finally bidding adieu.

Dance, sing and laugh all the way..
Keeping the fear of criticism at bay.

Lift someone up once you find him sad....
Let him feel happy for the life and be glad.

Love Sunshine, wind, rain, thunder and snow...
Enjoy each moment of the day and never feel low. 

After all, life is not a destination but only a journey...
We all are visitors, and not here for eternity !!

Life has surprises, often pleasant and sad ...
Take all that in your stride, it won't feel bad.

Inhale your blessings and exhale gratitude..
Deep down inside, you seek silent solitude.

We don't require wars and kill others to survive...
Only if we realise 
the futility of such an exercise.

Cruelty and terrorism in the name of religion...
Should be shunned irrespective of all the temptation.

We come here with nothing and leave likewise..
The only takeaway are the 'moments' we never realise !

Those we leave behind will cherish our good deeds...
Not the money, not the fame not even the costly belongings.

So.. break loose now, be yourself and help others on your path..
Give love, show compassion and spread happiness over the earth.

All what you thus reap, won't go in vain, be rest assured....
'Cause kindness alone wins many hearts which must be understood.

Anger, hatred, jealousy and all negative energy...
May make way for affection, mercy, peace and serenity.

You may feel I am an empty headed fool and a dreamer as well...
But the heart says  there are many like me & not all dreams remain unreal. 


May we all live in an umbrella world beyond borders &  separation...
Let there be one human race where love becomes the only religion !!!
-----
Inspiration : John Lennon's "Imagine"
(Conceived and delivered by KHUCHRO : www.bakwasofkhuchro.blogspot.com/)

Thursday, 6 September 2018

উন্নয়ন

আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার, 
কলকাতার কোনো ব্রিজের কাছে যেও না খবরদার ! 
সর্বনেশে ব্রিজগুলো ভাই যেও না তাদের ধারে — 
হঠাত্ ভেঙে পড়তে পারে, মাথায় কিম্বা ঘাড়ে,
কে যে সারায়, কেউ জানে না, কোন্ সে দপ্তরে
পড়লে ভেঙ্গে  জোর ক’রে ভাই গল্প শোনায় প’ড়ে। 
বিদ্‌ঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশী, 
শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি। 
না আছে তার মুণ্ডু মাথা না আছে তার মানে, 
তবুও তোমায় শুনতে  হবেই তাকিয়ে তাদের পানে। 
কেবল যদি গল্প বলে তাও থাকা যায় সয়ে, 
উন্নয়নের সুড়সুড়ি দেয় লম্বা পালক লয়ে III

(এক বন্ধু থেকে প্রাপ্ত)