Saturday 16 March 2019

আমরা ক'জন (গ্রুপ)

*আমরা ক'জন* বলে আমাদের এই কয়জনের একটা ছোট WA গ্রুপ আছে।
তাদের উদ্দেশ্যে।
------
ভরা বসন্তে ভ্রমরের মৃদু গুঞ্জন,
বোকারো'তে বসে তাই শোনে নীলাঞ্জন।
'যমালয়ে মানুষ কি দেখেছো জীবন্ত',
শুধায় ভাইজাগ বাসী (হাওড়ার) সুমন্ত।
সঙ্গে আছেন দিদি, নাই কোনো আফসোস,
মান্নাদার গান ঠিক গেয়ে যায় তাপস।
বেশীটাই ফরেনে আর ভারতে কদাচিৎ,
রেলেতেও পাস ফ্রি, নাম বিশ্বজিৎ।
আম্বানী পরিবারে কোরে কঠোর পরিশ্রম,
শেষমেশ ঘরে ফিরে আসে গৌতম।
চিরযুবক কালোচুল বোঝে নাকো স্বার্থ,
টাটাদের তার-কলে লড়ে যায় পার্থ।
অনুস্বর আগে, না পরেতে হসন্ত,
নিউ টাউনেই থাকে ডাক্তার জয়ন্ত !
শেখের গদিতে বসে গোনে নোট নিরন্তর,
নয় মাসে একবার সাড়া দেন ভাস্কর।
কড়া খুন্তি শানকি আর একটা বড় হাতা,
বন্ধুদের সব এক সূত্রে বেঁধে রেখেছে 'ভতা'।
--------Inspired---------

No comments:

Post a Comment